ফুটবল

কোপার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন কানাডা কোচ

কোপা আমেরিকার আর মাত্র দুইটি ম্যাচ বাকি। একটি ফাইনাল, অন্যটি তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। এরমধ্যে নানা বিতর্ক আর আলোচনা তৈরি হয়ে গেছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে বেশ আগে থেকেই নানা সমালোচনা ছিল। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে আসছে এই টুর্নামেন্টে। এবারের আয়োজনও কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেনি।

এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। যেসব মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেই মাঠগুলো নিয়েও বিভিন্ন আপত্তি দেখা যায়। দর্শকরা খেলা উপভোগ করতে গিয়ে এসব খেয়াল করতে পারেন। মাঠে বড় বড় ঘাসের উপস্থিতি, যা একজন খেলোয়াড়কে কখনোই স্বস্তিতে পারফর্ম করতে দেবে না।

কোপার এই শেষ সময়ে এসে দলগুলোর কোচ নিজেদের ক্ষোভ ঝাড়ছেন। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা, কানাডা কোচ জেসি মার্শ আছেন এই তালিকায়। কোচ বিয়েলসা মাঠ নিয়ে বেশ সমালোচনা করে কথা বলেছেন। এর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই একই বিষয় নিয়ে কথা বলেন। জানা যায়, তখন নাকি কনমেবল থেকে জানিয়ে দেওয়া হয়- মাঠ নিয়ে কথা না বলতে। এসব কথাও তুলে আনেন বিয়েলসা।

আর কানাডা কোচ মার্শের মুখে এসেছে ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ। মার্শ বলেন, 'টুর্নামেন্ট জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক বর্ণবাদী আচরণ পেয়েছি। আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যেন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। অথচ আমি, আমরা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছি।'

মার্শ জানান, অনেক কিছুই কানাডার বিপক্ষে যাবে, এসব জেনেই তারা খেলতে নামবে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল ৬ টায় উরুগুয়ে ও কানাডা মুখোমুখি হবে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন