ফুটবল

ইউরোতে গোল্ডেন বুট জিতবেন কে বা কারা

সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠে গোল্ডেন বুটের পুরস্কার। চলতি ইউরোতে কার হাতে উঠবে এই পুরস্কার, তা নিয়ে এখন জল্পনাকল্পনা চলছে। টুর্নামেন্টের শেষ সময় ঘনিয়ে এসেছে। স্পেন বা ইংল্যান্ড; যেকোনো এক দলের হাতে উঠবে শিরোপা। আর এই দুই দলের দুই খেলোয়াড়ের ঝুলিতে আছে ৩ টি করে গোল। একজন স্পেনের দানি অলমো, অন্যজন ইংল্যান্ডের হ্যারি কেইন।

শুধু এই দুই ফুটবলার ৩ গোল নিয়ে শীর্ষে আছেন এমন নয়। টুর্নামেন্টে আরও ৪ জন তিনটি করে গোল করেছেন। জানা যায়, এবারের ইউরোতে যৌথভাবে কোন খেলোয়াড় যদি গোল তালিকার শীর্ষে থাকে- সেক্ষেত্রে একাধিক ব্যক্তি পুরস্কৃত হবেন।

অলমো ও কেইন বাদেও ৩ গোল করেছেন এমন আরও ৪ জন ফুটবলার হলেন; নেদারল্যান্ডসের কডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে, স্লোভাকিয়ার ইভান শরাঞ্জ।

তবে গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে অলমো ও কেইনের সম্ভাবনা যে সবচেয়ে বেশি তা বলাই বাহুল্য। কারণ এই দুই খেলোয়াড় ফাইনাল ম্যাচ খেলবেন। ফলে যে কেউ এক বা একাধিক গোলও দিতে পারেন। এমন হলে গোল্ডেন বুটের সমীকরণ আরও সহজ হয়ে যাবে।

রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১ টায় ইউরোর ফাইনালে মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ড।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন