পাক পেসারকে কড়া জবাব উর্বশীর
সম্প্রতি পাকিস্তানের পেসার নাসিম এবং উর্বশীকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়। এরপর নেটমাধ্যমে শুরু হয় তাদের নিয়ে নানা কথা।
সেই বিষয়ে নাসিম বলেন, “কে এই উর্বশী, তা-ই তো আমি জানি না। আমি জানিও না লোকজন কেন এমন ভিডিও বানাচ্ছে। আমি আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই।”
পাক পেসার নাসিমের বক্তব্যের পর নেটমাধ্যমে উর্বশীকে নিয়ে হাসি-মশকরা করতে শুরু করেন নেটাগরিকদের এক অংশ।
এর প্রতি উত্তরে উর্বশী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “কিছু দিন আগে আমার দল ভক্তদের তৈরি কিছু ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে। সেখানে অন্য মানুষরাও ছিলেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করব এই নিয়ে কোনও রকম খবর না ছড়াতে।”
এশিয়া কাপে ভারত-পাক ক্রিকেট মহারণেও গ্যালারিতে দেখা গিয়েছিল উর্বশীকে। নাসিমকে নিয়ে উর্বশীর এই ‘মাতামাতি’কে ভাল চোখে দেখেনি তার ভক্তদের একাংশ। এ নিয়ে তারা উর্বশীর সমালোচনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি নিজের একটি ভিডিও কোলাজ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন উর্বশী। ভিডিওর প্রেক্ষাপটে বাজছে আতিফ আসলামের গাওয়া ‘মুসাফির’ গান। ভিডিওটি দেখলে মনে হবে যেন মাঠ থেকে গ্যালারিতে বসে থাকা উর্বশির দিকে তাকিয়েই মুচকি হাসছেন পেসার নাসিম শাহ।
অনন্যা চৈতী