জাতীয় পার্টি

সাবেক রাষ্ট্রপতি এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৪ জুলাই)। এ উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা ও রংপুরের গ্রামের বাড়িসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আজ জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন করবে। ১৪ জুলাই ২০২৪ সকাল ৯টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্ত্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। একইদিন বেলা ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্বে করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচির মোঃ মুজিবুল হক চুন্নু এমপিসহ শীর্ষ নেত্ববৃন্দ সভায় উপস্থিত থাকবেন।

এছাড়া সারাদেশের ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ও আলোচনা সভার আয়োজন করবে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন