আর্কাইভ থেকে বাংলাদেশ

ডলারের দাম বাড়লো আরও এক টাকা

যুক্তরাষ্ট্রের ডলারের দাম আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন প্রতি ডলার বাংলাদেশি মুদ্রা ৯৬ টাকায় কিনতে হবে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (১১ সেপ্টেম্বর) মার্কিন মুদ্রার মূল্য ছিল ৯৫ টাকা। ফলে একদিনের ব্যবধানে বাড়ল ১ টাকা। সোনালী ব্যাংকের বোর্ড রুমে রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এদিন ১০৮ টাকায় ডলারপ্রতি রেমিট্যান্স আহরণ করা হয়েছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।

মূলত ডলারের দর নিয়ন্ত্রণে মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় তারা। তবে এদিন সেই একক দামে ডলার বিক্রি হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন