আর্কাইভ থেকে বাংলাদেশ

বাস-লেগুনা সংঘর্ষে লেগুনা চালক নিহত

বাস-লেগুনার সংঘর্ষে নিহত হয়েছেন লেগুনা চালক রাজীব (৩৩)। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন - মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০) ও আব্দুল বাতেন (৪৪)। 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রাবাড়ী থেকে কয়েকজন লেগুনায় করে নারায়ণগঞ্জের বড়ফা যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন