আর্কাইভ থেকে বাংলাদেশ

যাত্রা শুরু করলো সুপার স্পেশালাইজড হাসপাতাল

আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালটির উদ্বোধন করেন।

হাসপাতালটিতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার ইউনিট, হেপাটোবাইলারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, কিডনি এবং মা ও শিশু সেবা ইউনিটসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার নানান সুবিধা রয়েছে। এ ছাড়াও ১১টি মড্যুলার অপারেশন থিয়েটার রয়েছে। আর খরচও থাকবে সাধারণের নাগালে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ধনী-গরিবসহ সব শ্রেণির মানুষ আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাবেন এই হাসপাতালে। তাছাড়া দেশে চিকিৎসার জন্য যদি সবকিছু থাকে, তাহলে বাইরে আর রোগী যাবে না।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন