আন্তর্জাতিক

কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে রিপাবলিকান দলের সম্মেলন  

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াওকিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় তিনদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। শেষ হবে আগামী ১৮ জুলাই সন্ধ্যায়। আর এতে যোগ দিতে শহরটিতে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রধান দুই দলের একটি রিপাবলিকান পার্টি। মিলওয়াওকিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের বাইরে দলটির ডেলিগেট, গণমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের সমাগম ঘটেছে শহরটিতে।

এই কনভেনশন থেকে রিপাবলিকানদের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণার কথা রয়েছে। এ কারণে এই কনভেনশনের গুরুত্ব আরও বেড়ে গেছে।

গেলো শনিবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। গুলিতে সাবেক এই প্রেসিডেন্টের কান বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সম্মেলন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন