ক্যাম্পাস

শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান, নিরাপত্তায় থাকবেন প্রভোস্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতভর হলে অবস্থান করবেন প্রভোস্টরা। কিন্তু আহ্বান প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন ।

এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগতদের বের করবার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান জানান, তাদের হাতে সবকিছু নেই। সুযোগ থাকলে তাঁরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতেন। এখন হল প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে শিক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করবেন। শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।

ঢাবি উপাচার্য  জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য  হলের প্রভোস্টরা রাতভর হলে অবস্থান করবেন। মিটিংয়ে  আরো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এদিকে বৈঠকের পর স্যার এফ রহমান হলের প্রভোস্ট রফিকুল ইসলাম  বলেন, হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না।  তবে শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন