আমরা কি আঙ্গুল চুষবো: মির্জা আব্বাস
নির্বাচন কমিশনের (ইসি) বললেন ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা বললেন আর হয়ে গেলো? এটা ইসির বাপের তালুকদারি? আর আমরা বাংলাদেশের মানুষ আঙ্গুল চুষবো? বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র যুব ফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কমিশন কে? কোথা থেকে এলো? ইসিকে কে নিয়োগ দিয়েছেন?
এই অবৈধ সরকার এদের নিয়োগ দিয়েছে। তাহলে কি এই কমিশনা বৈধ হতে পারে? ইসি বললেই নির্বাচন হবে, এমন ভাবার কোন কারণ নেই।
তিনি আরও বলেন, বিনা অপরাধে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বন্দি করে রেখেছে। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও বাধা দেয়া হচ্ছে।
আজ গণতন্ত্র বন্দি। খালেদা জিয়া যেদিন মুক্তি পাবেন, সেদিন গণতন্ত্রও মুক্তি পাবেন।
বিএনপির এ নেতা বলেন, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণ ক্ষোভে ফুসে উঠেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের চেষ্টা করছি। আন্দোলন চলবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত।
তাসনিয়া রহমান