ফ্রান্সকে বিদায় বললেন অলিভার জিরু
শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪। আনুষ্ঠানিকভাবে ফ্রান্সকে বিদায় বললেন অলিভার জিরু। বিদায়ের কথা জানিয়েছিলেন আরও আগে। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের বিপক্ষে পরাজিত হয়েছে ফ্রান্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে (ইন্সটাগ্রাম) এক বিবৃতি দিয়েছেন জিরু। যেখানে ফ্রান্সের হয়ে নিজের ক্যারিয়ার সমাপ্তির কথা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, 'সেই মুহূর্ত এসেই গেল; ফ্রান্স দলকে বিদায় বলতে হবে। এই নীল জার্সি পরতে পারা এবং ফ্রান্সকে প্রতিনিধিত্ব করা কী দারুণ গর্বের ব্যাপার! এই দলে যুক্ত হয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের পেয়ে আমি আমার দ্বিতীয় পরিবার পেয়েছি।'
জিরু আরও বেশ কিছু বিষয় তুলে এনেছেন তার পোস্টে। যেখানে আবেগের অংশ ছিল বেশি।
ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেছেন জিরু। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোতে খেলে বেড়িয়েছেন এই ফুটবলার। ২০২১-২২ মৌসুমে সিরি’আ লিগে এসি মিলানের হয়ে শিরোপা জিতেছেন।
এম/এইচ