আবারও ঢাবিতে মুখোমুখি পুলিশ ও আন্দোলনকারী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময়ে পুলিশের সঙ্গে সাঁজোয়া যানও দেখা যায়।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ভিসির বাসভবনের সামনে দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেখা যায়।
এদিকে রাত ৮ টার কিছু আগে ক্যাম্পাসে দুই শতাধিক পুলিশ সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে। শুরুতে তাঁরা পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও। পরে ভিসির বাসভবনের সামনে চলে আসে। এসময়ে পুলিশকে দেখে আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।
এর আগে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর বুয়েট শিক্ষার্থীরা দুই দফায় মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আই/এ