আর্কাইভ থেকে বাংলাদেশ

দাঁড়িয়ে থাকা গাড়িতে কাভার্ডের ধাক্কা, নিহত ৪

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি বাস ও কনটেইনারবাহী লরিতে কাভার্ড ধাক্কা দেয়। এতে ৪ পথচারী নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

তিনি জানান, সড়কে জোনাকি পরিবহনের একটি বাস ও লরি দাঁড় করিয়ে দুই গাড়ির  চালক ও হেল্পারের মধ্যে তর্কাতর্কি চলছিলো।  ওই সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে চারজনের মৃত্যু হয়। কয়েকজন আহতও হন।

স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মেহেদী হাসান (২২) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

ওসি আলমগীর হোসেন আরও জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশের এক সদস্যসহ আরও চারজন আহত হয়েছেন।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন