আর্কাইভ থেকে বাংলাদেশ

ভুটানের জালে বাংলাদেশের গোলের বন্যা

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষদের রীতিমতো ঘায়েল করে যাচ্ছে বাংলাদেশের বাঘিনীরা। গ্রুপ পর্বে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল দেয়া বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিয়েছে সাবিনা-কৃষ্ণারানি-স্বপ্নারা।

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ২৭ মিনিটে। মারিয়া মান্ডার পাস থেকে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় রিতুপর্ণা চাকমা।

ভুটানের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন প্রস্তুতির সময় বাংলার বাঘিনীরা জানিয়েছিল, দ্রুতই গোল আদায় করে নিতে চায় তারা। ম্যাচেও তার প্রমাণ দেখা যায়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পান সিরাত জাহান স্বপ্না।

এ সম্পর্কিত আরও পড়ুন