মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা, অগ্নিসংযোগ
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে চলছে শাটডাউন কর্মসূচি। এ কর্মসূচি চলাকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময়ে ভবনের নিচে থাকা দেড় ডজন সরকারি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চালানো হয়। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেলে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ভবনের সামনের অংশের বেশকিছু কাচ ভেঙে যায়। পরে ওই ভবনের সামনের সড়ক এবং ভবনের প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক জানান, তাদের অফিসের সব কাচ ভেঙে ফেলা হয়েছে। ভবনেও আগুন লেগেছে। এসময়ে কর্মকর্তা কর্মচারীরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে নেমে আসেন।
ফায়ার সার্ভিস জানায়, রাস্তায় ব্যারিকেড থাকায় তাঁরা যেতে পারছে না। কনট্রোল রুম থেকে কুর্মিটোলা ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে- তারাও যেতে পারছে না, আন্দোলনকারীরা বাধা দিচ্ছেন।
আই/এ