ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন চামিরা
ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কা ফাস্ট বোলার দুশমান্থ চামিরা। চোটের কারণে এই বোলারকে ভারতের বিপক্ষে পাচ্ছে না দলটি।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। থারাঙ্গা বলেন, 'আমরা মাত্র গতকাল রিপোর্ট পেয়েছি। এটি নিশ্চিত হয়েছে যে, সে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ মিস করতে যাচ্ছে।'
জয়াসুরিয়া বলেন, 'আমরা খুব দ্রুত বদলি নাম ঘোষণা করব।'
এই মাসের শুরুতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলেছেন চামিরা। যদিও টুর্নামেন্টের শেষ দিকে তিনি একাদশে সুযোগ পাননি। চামিরার বিকল্প হিসেবে আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা বা কাসুন রাজিথা দলে ঢুকতে পারেন।
গতির কারণে বেশ পরিচিতি আছে চামিরা। এই ৩২ বছর বয়সী বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ টি উইকেট নিয়েছেন।
আগামী ২৭ জুলাই (শনিবার) পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা ও ভারত।
এম এইচ//