আন্তর্জাতিক

নেতানিয়াহু একজন`যুদ্ধাপরাধী’ ও `মিথ্যাবাদী’: মর্কিন সিনেটর স্যান্ডার্স

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক হিসেবে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।  মার্কিন কংগ্রেমের যৌথ অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার পরই তার সম্পর্কে ভারমন্ট অঙ্গরাজ্যের সিনিয়র এই সিনেটর এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিনেটর স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘নেতানিয়াহু হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে অনাহারে রেখেছে। ফিলিস্তিনে সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তার চরমপন্থি সরকার। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।’’

নিউ ইয়র্ক পোস্টসহ  যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্সসহ অন্যান্য ডেমোক্র্যাট সিনেটররা নেতানিয়াহুর ওই বক্তৃতা বর্জন করেন।   ভাষণ বর্জনকারীদের মধ্যে উল্লেখযোগ্য সিনেটররা হলেন, সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য ও ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি, ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারে।

ভাষণ বর্জন করা এসব ডেমোক্র্যাট নেতারা বলছেন, ‘তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তার বাড়ানোর এ ভাষণে অংশ নিতে চান না।  ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন