বাবা-ছেলের মারামারির ঠেকাতে প্রতিবেশীর মৃত্যু
জামালপুরে মোবাইল ফোনকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে তুমুল মারামারি লেগে যায়। এ সময় মারামারি ঠেকাতে মেহেরুন্নেসা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।
মেহেরুন্নেসা ওই উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার রইস উদ্দিনের স্ত্রী।
শনিবার (১৭ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবির।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মেহেরুন্নেসার প্রতিবেশী ফরহাদ আলী তার ছেলেকে মোবাইল কিনে দিতে না চাওয়ায় কথা কাটাকাটি থেকে শুরু হয় তাদের মধ্যে মারামারি। বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে ইটের ঢিল এসে লাগে মেহেরুন্নেসার বুকে। ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মেহেরুন্নেসা। এর কিছু সময় পর তিনি মারা যান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবির আরও জানান, সংবাদ পেয়ে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। থানায় কেউ অভিযোগও করেনি।