আন্তর্জাতিক

যে কারণে গ্রেপ্তার হলেন রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ শুক্রবার (২৬ জুলাই) এ ঘোষণা দেয়।  দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। এরই ধারাবাহিকতায় দুর্নীতি বিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সপ্তম উচ্চ-পদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ (৬৯) গ্রেপ্তার হলেন।

তদন্ত কমিটি বলেছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোরটোভো প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা জানায়নি এফএসবি।

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপ-প্রতিরক্ষা মন্ত্রী (প্রশাসনিক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেনদিমিত্রি বুলগাকভ। একই বছরের সেপ্টেম্বরে তাকে বদলি করা হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। তবে হঠাৎ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন।  প্রথম দফার সামরিক রদবদলেই দায়িত্ব হারালেন বুলগাকভ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন