খেলাধুলা

দক্ষিণ কোরিয়া'কে উত্তর কোরিয়া বলে আইওসি'র ক্ষমা প্রার্থনা

সিন নদীর তীরে মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্যারিস অলিম্পিক ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান। এক’শ বছর পর অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছে ফ্রান্স। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার উদ্বোধনী অনুষ্ঠানে বড় রকমের ভুল করে বসে আয়োজকরা। যেখানে দক্ষিণ কোরিয়ার নাম বলার কথা ছিল, সেখানে তারা উচ্চারণ করে উত্তর কোরিয়ার নাম।

সিন নদীতে নৌকায় ভেসে ভেসে আসছিল একেকটি দেশ বা দল। আর ঘোষকরা তাদের পরিচয় করিয়ে দিচ্ছিল। দক্ষিণ কোরিয়াকে বহন করা নৌকা যখন দৃশ্যপটে আসে, ঘোষকরা তাদের পরিচয় করিয়ে দেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নামে। ফরাসি ও ইংরেজি- দুই ভাষাতেই একইরকম ভুল করেন তারা।

ঘোষকরা বলেন, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। এটা মূলত উত্তর কোরিয়ার সরকারি নাম। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে যেটা; রিপাবলিক অব কোরিয়া।

এমন ভুলের পর অলিম্পিকের আয়োজক কমিটি (আইওসি) ক্ষমা প্রার্থনা করেন। তারা অনিচ্ছাকৃত এই ভুলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া; এই দুই দেশের সম্পর্ক কখনোই উন্নতির দিকে ছিল না। সম্প্রতিও ঠিক তেমনই পরিস্থিতি দুই দেশে বিরাজ করছে।

 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন