ইরাককে হারিয়ে ফিরে এলো আর্জেন্টিনা
ইরাকের বিপক্ষে জিততেই হতো আর্জেন্টিনাকে। সব চাপ উতরে ৩-১ গোলের জয়ে মাঠ ছেড়েছে আকাশী-নীল দল। আর্জেন্টিনার পক্ষে গোল করেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গুন্দো, এজেকুয়েল ফার্নান্দেজ। আর ইরাকের পক্ষে গোল করেন আইমান হুসেইন।
আর্জেন্টিনা শুরু থেকেই বেশ চড়াও ছিল। ইরাকের জালে গোল জড়ানোর জন্য উঠেপড়ে লাগে দলটির খেলোয়াড়েরা। ১৩ মিনিটের মাথায় চেষ্টা সফল হয়। হুলিয়ান আলভারেজের পা থেকে আলমাদার কাছে আসা বলটিতে দারুণ শটে সরাসরি লক্ষ্য ভেদ করলেন তিনি। আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোল।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল আসে ইরাক প্রান্ত থেকে। আইমানের করা সেই গোলের মাধ্যমে দুই দল ১-১ গোলে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধ শুরুর পর ৩ জন খেলোয়াড় বদলি খেলোয়াড় নামান আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশচেরানো। যা সৌভাগ্য হয়ে কাজ করে দলটির জন্য।
পরের গোল দুইটির প্রথমটি করেন বদলি নামা গুন্দো। আর অন্যটি আসে ফার্নান্দেজের পা থেকে। এই জয়ের মাধ্যমে অলিম্পিকে নিজেদের জায়গা ধরে রাখলো আলবিসেলেস্তরা।
এম এইচ//