আন্তর্জাতিক

আবারও কেঁপে উঠলো ইসরাইল, রকেট হামলায় নিহত ১২

আবারও রকেট হামলায় কেঁপে উঠলো ইসরাইল। শনিবার (২৭ জুলাই) বেশ কয়েকটি রকেট আঘাত হানে ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শাসম এলাকায়।  এতে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগেই শিশু ও কিশোর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার(২৭ জুলাই) সন্ধ্যার দিকে রকেট হামালায় একটি ফুটবল মাঠে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, রকেট হামলায় আহত হয়েছেন আরও ১৯জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে, এই রকেট হামলার জন্য লেবাননভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ি করেছে ইসরাইল। হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেছেন। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে।

আইডিএফ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী,  হিজবুল্লাহর এই  হামলার পরপরই প্রায় ১০০ ডোজ রক্ত এবং রক্ত উপাদান হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে সাপ্তাহিক রক্তদান করার অনুরোধ করা হয়েছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন