নতুন সময়সূচিতে সরকারি ও বেসরকারি অফিস শুরু
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নতুন সময়সূচিতে সরকারি ও বেসরকারি অফিস শুরু হয়েছে। আসছে ৩০ জুলাই পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে।
এর আগে, শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে নতুন সূচির বিষয়টি নিশ্চিত করেন তার সহকারী একান্ত সচিব মো. আব্দুল কাদির।
তিনি জানান, আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত এই সময়সূচি চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতার ফলে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২০ জুলাই থেকে সরকার কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে গত রবি ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়। টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সময় তিনদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে চলে অফিস।
এমআর//