জাতীয়

আহতদের দেখতে পুলিশ হাসপাতাল ও বিএসএমএমইউতে গেলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে  দেশব্যাপী সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ও বিএসএমএমইউ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) বিকেলে হাসপাতাল দুটিতে চিকিৎসারতদের দেখতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী পুলিশ হাসপাতালে  আহত পুলিশ সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় আহত পুলিশ সদস্যদের অবস্থা দেখে এবং তাণ্ডবের সময় তাদের উপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে, প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পুলিশ হাসপাতাল জানায়,  দেশব্যাপী সহিংসতার সময় হামলার শিকার ৩৯ জন পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ তাণ্ডবে তিনজন পুলিশ নিহত এবং ১১৩১ জন আহত হয়েছেন।

রাজারবাগ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী গুরুতর আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান।

পরিদর্শনকালে বিএসএমএমইউ’র উপাচার্য প্রফেসর ড. দীন মো. নুরুল হক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জেনারেল ডা. মো. রেজাউর রহমান আহতদের চিকিৎসার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন