এখনই ক্রিকেটকে বিদায় বলছেন না আথাপাত্তু
শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আথাপাত্তু। বর্তমান দলের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা যেতেই পারে। সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। জাতীয় দলের জার্সিতে খেলতে চান পরের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত।
রবিবার (২৮ জুলাই) ভারতের বিপক্ষে ৮ উইকেটের জয়ে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে শ্রীলঙ্কা।
ফাইনাল ম্যাচেও আথাপাত্তুর ব্যাটে আসে ৪৩ বলে ৬১ রান। হারশিথা সামারাবিক্রমার সাথে আথাপাত্তুর জুটিতেই মূলত ম্যাচ ঘুরিয়ে দেয় লঙ্কানরা। হারশিথা অপরাজিত ছিলেন ৫১ বলে ৬৯ রানে। স্বাগতিকরা ম্যাচটি জিতে নেয় ১৮.৪ ওভারে।
ঘরের মাটিতে আয়োজিত এশিয়া কাপে আথাপাত্তুর ব্যাটে ৩০৪ রান আসে। এই ক্রিকেটারের বয়স ৩৪ বছর চলছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর প্রসঙ্গে একটি পোস্ট দেন তিনি। যেখানে লিখেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এপ্রিলে যে সিরিজ খেলবে লঙ্কানরা- সেটাই হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে তার শেষ সিরিজ।
তবে সেই অবস্থান থেকে সরে এসেছেন আথাপাত্তু। রবিবারের ফাইনাল শেষে ব্রডকাস্টারে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আশা করি পরের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত খেলবো।‘
চলতি বছরে বাংলাদেশে আয়োজন হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে হবে ওডিআই বিশ্বকাপ। যেখানে আয়োজক হিসেবে দায়িত্বে থাকবে ভারত। যদিও এখনো তারিখ বা সূচি নির্ধারণ করা হয়নি।
এম এইচ//