বৃষ্টিবিঘ্নিত রাতে ভারতের সিরিজ জয়
ভারতের মেয়েরা এশিয়া কাপের ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার কাছে। আর এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ভারতের পুরুষ দল। সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীর জুটির প্রথম সিরিজেই ভাগ্য সুপ্রসন্ন।
রবিবার (২৮ জুলাই) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ভারত। ক্যান্ডির পাল্লেকেলেতে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধিতিতে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৬১ রান। বৃষ্টির কারণে প্রয়োগকৃত আইনে ভারতের সামনে লক্ষ্যমাত্রা নেমে আসে ৮ ওভারে ৭৮ রান। প্রথমে ব্যাট করতে নামা লঙ্কানদের ব্যাটে আরও কিছু রান আসতে পারতো, যা ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে সম্ভব হয়নি।
রবি বিষ্ণয়ের ঝুলিতে ৩ টি উইকেট আসে। এছাড়াও আর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া প্রত্যেকে ২ টি করে উইকেট নিয়েছেন।
লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ (৩৪) রান করেন কুশল পেরেরা। পাথুম নিশাঙ্কা ৩২ (২৪), কামিন্দু মেন্ডিস ২৬ (২৩) করেন।
ভারতের সামনে ৪৮ বলে ৭৮ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ালে, তা মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করেন ব্যাটাররা। যশস্বী জয়সোয়ালের ব্যাটে আসে ১৫ বলে ৩০ রান। এছাড়াও অধিনায়ক সূর্যকুমারের ব্যাটে ১২ বলে ২৬ রান, হার্দিক পান্ডিয়ার ব্যাটে ৯ বলে ২২ রান আসে- আর তাতে সহজভাবেই ম্যাচ নিজেদের করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। একইসাথে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে।
এম এইচ//