এশিয়া

ইসরায়েল আক্রমণ করার হুমকি দিলেন এরদোগান

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে আক্রমণ করার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার ( ২৮ জুলাই ) দলীয় এক সমাবেশে তিনি এই হুশিয়ারী জানান।

এসময় প্রেসিডেন্ট এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার নগরনো কারাবাখ দ্বন্দের কথা তুলে ধরেন।  বলেন সেসময় তুরস্ক যেমন ভূমিকা রেখেছিলো, প্রয়োজনে সেভাবে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গেলো বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। সবশেষ হিসেব অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছে ৩৯ হাজার ২৫৮ ফিলিস্তিনী। আর আহত হয়েছে ৯০ হাজারের বেশি ।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন