আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বর্বরতায় ১০ হাজার শিক্ষার্থী, ৪০০ শিক্ষক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও ৪০০ শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার ( ২৯ জুলাই) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

অন্যদিকে জাতিসংঘ বলছে, গাজার ৭৬ শতাংশেরও বেশি স্কুলের সম্পূর্ণ পুনর্গঠন বা বড় ধরনের পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।

গেলো বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে আসছে ইসরাইলি সেনাবাহিনী। আর এর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন