শিক্ষক আসিফ মাহতাব ও শিক্ষার্থী আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে
কোটা সংস্কার আন্দোলনেকে কেন্দ্র করে সেতু ভবনে ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আটক ব্রাক বিশ্ববিদ্যলয়ের শিক্ষক আসিফ মাহাতাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়া। সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গেলো ২৭ জুলাই রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আসিফকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
একই রাতে জাবি শিক্ষার্থী আরিফ সোহেলকে সাভারের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠে। পরে বিষয়টি নিশ্চিত করে ডিবি।
জেডএস/