জাতীয়

কোটা আন্দোলনে সরকারি হিসাবে বাড়লো মৃতের সংখ্যা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষে এখন পর্যন্ত সরকারি হিসাবে ১৫০ জন মারা গেছেন। এদিকে এ আন্দোলন ঘিরে সহিংসতায় সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, বৈঠকে কোটা আন্দোলন  পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান,  রোববার এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ১৫০।

এদিকে মঙ্গলবার সারা দেশে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। সরকারি বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন