আর্কাইভ থেকে বাংলাদেশ

গণফোরামের উপদেষ্টা পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি

গণফোরামের উপদেষ্টা পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু জানান, ড. কামাল হোসেন গত ১৭ সেপ্টেম্বর নিজেকে দলের সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন যা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ও দলের গঠনতত্ত্ব পরিপন্থী ও অগণতান্ত্রিক। 

তিনি আরও জানান, এ কারণে গতকাল ১৯ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাদের কে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়। 

এর আগে গণফোরামের কাউন্সিলকে ঘিরে দলটির বিদ্যমান দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন