আইন-বিচার

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন ৯ জন

দুই বছর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। স্থায়ী হওয়া ৯ জন বিচারপতিকে আজ বিকেল সাড়ে ৩টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, এ ৯ বিচারপতির সঙ্গে একসাথে নিয়োগ পাওয়া দুই অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়নি। এই দুইজনকে আরও ছয় মাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন,  বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন