ফরাসি ক্লাব কিনতে যাচ্ছেন এমবাপ্পে
ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। কিছুটা অবাক হওয়ার মতো তথ্য বটে। ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় স্তরের ক্লাব কায়েনের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে। প্রায় দুই কোটি ইউরো খরচ করবেন তিনি এই ক্লাব কিনতে। তাতে ক্লাবের ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হয়ে উঠবেন ফরাসি অধিনায়ক।
ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান এমবাপ্পের ক্লাব ক্রয়ের বিষয়টি প্রকাশ করেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পেকে এরমধ্যে স্বাগত জানানো হয়েছে। পূর্বের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই থেকে মাদ্রিদে এসেছেন তিনি। এই ক্লাব তার কাছে স্বপ্ন হিসেবে ছিল। সেই স্বপ্ন এরমধ্যে পূরণ হয়ে গেছে।
একসময় এমবাপ্পের যোগ দেওয়ার কথা ছিল ক্লাব কায়েনে। শেষ পর্যন্ত অবশ্য যোগ দিয়েছেন মোনাকোতে। সবশেষ মৌসুমে লিগ-টু’তে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে ছিল কায়েন। ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে এই ক্লাবে খেলেছেন ৭৫ টি ম্যাচ। দুই মৌসুম খেলে গোল করেন ৪ টি।
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান বর্তমানে ক্লাব কায়েনের অধিকাংশ শেয়ারের মালিক।
এম এইচ//