পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিয়াম রহমান (২) পানিতে ডুবে মারা গেছে।
নিহত ওই শিশু পৌরসভার মালভাঙ্গা এলাকার মামুন সরকারের ছেলে।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, শিশু সিয়াম এদিন সকালে বাড়ীর পাশে কযেকজন শিশুর সাথে খেলছিল। একসময় সে হাঁটাতে হাঁটাতে সেখান থেকে চলে যায়। কিন্তু বাড়ী ফেরনি। অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুজতে বের হয়। অনেক খোজাখুজির পরে বাড়ীর পাশে পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চি্কিৎসক মৃত ঘোষনা করেন।