নেচে-গেয়ে জয়ের স্বাদ নিচ্ছে সাবিনারা
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে ক্লান্ত থাকলেও রাতে হোটেলে ট্রফি উদযাপনে কোনো কমতি ছিল না সানজিদাদের। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে সেই স্বপ্নের ট্রফি নিয়ে হোটেলে ফিরেছে বাংলাদেশ দল।
অধিনায়ক সাবিনা খাতুন তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, সবাই কাল অনেক আনন্দ করেছে। কেউ নেচেছে, কেউ গেয়েছে। আসলে রাতে সবাই সবার মতো বিজয় উপভোগ করেছে।
বাংলাদেশ নারী ফুটবল দলকে অনাক নিয়ম শৃঙ্খলের মধ্যে থাকতে হয়। ক্যাম্প চলাকালে মুঠোফোনেও তারা ব্যবহার করতে পারেন না ঠিক মতো। সেই দলটি কাল কিছু সময়ের জন্য ছিল শৃঙ্খলমুক্ত।
অধিনায়ক হওয়ায় অন্য সবার চেয়ে চাপ যেমন বেশি সাবিনার তেমনি অভিনন্দনও পাচ্ছেন সবার চেয়ে বেশি। সাতক্ষীরায় সাবিনার পরিবার, আত্মীয় স্বজন সবাই বেশ সম্মানিত।
আগামীকাল বুধবার সকালে কাঠমান্ডু ছাড়বে বাংলাদেশ। আজকের দিনটি হিমালয়ের দেশে কাটাবেন হিমালয়ের ফুটবলাররা। শপিংয়ে যাবেন বলেও জানা গেছে।
মারিয়ারা বলেন, মেয়েরা কিছু শপিং করতে চায়। আজ শপিংয়ে সময় কেটে যাবে।
বাংলাদেশ দল আগামীকাল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছাবে। এমন সফলতা পাওয়ার পর সরকারের কাছে সাবিনার চাওয়া, মেয়েদের ফুটবল সহ অন্য খেলায় আরো সুযোগ সুবিধা বাড়ানো হোক তাহলে আমরা বাংলাদেশকে আরো বেশি সাফল্য এনে দিতে পারব।
কেএস