ফুটবল

ইউক্রেনের বিপক্ষে জিতে কঠিন প্রতিপক্ষ পেলো আর্জেন্টিনা

ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতো আর্জেন্টিনা। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আকাশী নীল দল। মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর, ইরাক ও ইউক্রেনের বিপক্ষে জিতে এখন শেষ আটে নিকোলাস ওতামেন্দিরা।

আর্জেন্টিনার অবশ্য সুযোগ হয়নি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠবার। সেই কর্ম সমাধা করেছে মরক্কো। ইরাককে ৩-০ গোলে হারিয়ে সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় মরক্কো। বি গ্রুপে রানার্সআপ হওয়ার কারণে ওদিকে শেষ আটে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে আলবিসেলেস্তদের।

ফ্রান্সের বিপক্ষে খেলা মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য। ফ্রান্স এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে।

মঙ্গলবার ইউক্রেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ আর্জেন্টিনার দখলে ছিল। যদিও গোল করা সম্ভব হয়নি। তাই প্রথমার্ধ গোলশূন্য কাটে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের দেখা পায় আকাশী নীলরা। দলের ‘নম্বর টেন’ থিয়াগো আলমাদা বক্সের বাইরে থেকে দারুণ এক শট করেন, তাতেই প্রথম গোলটি নিশ্চিত করে দলটি।

এরপর অবশ্য প্রতিআক্রমণে জ্বলে ওঠে ইউক্রেন। তাতে দমানো যায়নি আর্জেন্টিনাকে। বরং ম্যাচের শেষদিকে গিয়ে ক্লদিও এচেভেরির গোলে লিড বাড়ায় আলবিসেলেস্তরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন