আন্তর্জাতিক

মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত চাই: মার্কিন সিনেটর কার্ডিন ও বুকার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ চলাকালে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সিনেটর ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বেঞ্জামিন লুইস কার্ডিন (ডি-এমডি) এবং নিউজার্সির সিনেটর কোরি অ্যান্থনি বুকার এক বিবৃতিতে তদন্ত চেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ফরেন রিলেশন্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুই সিনেটর বিবৃতিতে বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক সুযোগের অভাবের প্রতিবাদে এবং বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে সরকারের অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেবার পরিবর্তে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করে। ’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। ‘

বিবৃতিতে কার্ডিন ও বুকার আরও বলেন, ‘ মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই। ’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন