আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীর ২৭ টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিপূর্ণ

ডেঙ্গুর ভয়াল থাবায় আতঙ্কিত দেশবাসী। হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  (ডিএসসিসি) ১৪ টি ওয়ার্ড এবং উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৩ টি ওয়ার্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।     

বুধবার (২১ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উওর সিটির ৪০ টি ওয়ার্ডে ৪৮ টি সাইট এবং দক্ষিণ সিটির ৫৮ টি ওয়ার্ডে ৬২ টি সাইট সহ মোট ১১০ টি সাইটে ৩ হাজার ১৫০ টি বাড়িতে জরিপ করা হয়। ১০ দিন ব্যাপী ২১ টি টিম দিয়ে জরিপ পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ টি করে সাইট সার্ভে করে প্রত্যেক টিম।  

দুই সিটির অপরিত্যক্ত ভেজা পাত্রে মশার লার্ভা সব থেকে বেশি পাওয়া গেছে। এছাড়া বাড়িগুলোর প্লাষ্টিকের ড্রাম বা পাত্রেও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। শতাংশ হিসেবে দক্ষিণে ২৬ শতাংশ পাত্র এবং উত্তরে ২২ শতাংশ পাত্রে ডেঙ্গুর লার্ভা মিলেছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন