আন্তর্জাতিক

থামছে না ইসরাইলি বর্বরতা, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছে না ইসরাইলি হত্যাযজ্ঞ। সবশেষ হামলায় নিহত হয়েছেন আরও ৪৫ ফিলিস্তিনি। আর আহত হয়েছেন আরও ৭৭ জন। এনিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে হলো ৩৯ হাজার ৪৪৫। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৩১ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের  বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন