পুলিশ সুপার হলেন ৫০ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছেন।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে ৪৭ ও দ্বিতীয় প্রজ্ঞাপনে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।