আর্কাইভ থেকে ক্রিকেট

দল জয় পেলেও সাকিব পেলেন গোল্ডেন ডাক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পরাজয়ের এ তলানিতে যখন দল, তখনই যোগ দেন সাকিব আল হাসান। তবে দল জয় পেলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব।

প্রোটিয়া স্পিনার তাব্রেইজ শামসির বদলি হিসেবে এবার সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন সাকিব।

আজ জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে সাকিবকে চারে ব্যাট করিয়েছে গায়ানা আমাজন। কিন্তু আউট হয়েছেন প্রথম বলেই। ব্যাটিংয়ে নেমে পেলেন গোল্ডেন ডাক।

১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার শেষ ৫ ওভারে দরকার ছিল ৬১ রান। হাতে ৬ উইকেট। এমন সময়ে সাকিব তার শেষ ওভার করতে এসে দেন মাত্র ২ রান। তুলে নেন ফ্যাবিয়েন অ্যালেনাকে।

এর আগে ওপেনিংয়ে নেমে নিজের প্রথম বলেই সাজ ঘরে ফেরেন গুরবাজ। তবে শাই হোপের ৪৫ বলে ৬০, ওডিন স্মিথের ১৬ বলে ৪২ ও কিমো পলের ১২ বলে গড়া ২৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে গায়ানা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যামাইকা। ১৬৬ রানেই গুটিয়ে যায় জ্যামাইকা। সাকিব ৪ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট। ওডিয়েন স্মিথ ১.৫ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন