গান-কবিতায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদ জানালেন শিল্পীরা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন সামনে রেখে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশে গান-কবিতায় প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (২ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গানে গানে শিল্পীরা ছাত্র হত্যার বিচারের দাবি জানান। এসময় কবিতা ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ করেন খেলাঘরের শিল্পীরা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্য এতো মানুষ প্রাণ দেওয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে চেয়ে অন্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে।
এসময় ছাত্র হত্যার সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, হেলিকপ্টার দিয়ে যেখানে প্রধানমন্ত্রী বলেছেন পানি দেওয়া হয়েছে সেখানে র্যাব বলছে টিয়ারশেল ছোঁড়া হয়েছে। এসব মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্য সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
এএম/