আন্তর্জাতিক

চীনের হুনানে বন্যা ও ভূমিধসে নিহত ৪৫ জন

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধস সংগঠিত হয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নিহত রয়েছেন অন্তত ৩৫ জন মানুষ।

চীনের গণমাধ্যম সিনহুয়া, সিসিটিভির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। যেখানে এসব তথ্য জানানো হয়েছে।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এরপর থেকেই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়ার কারণে যে ধরনের দুর্যোগ ঘটতে পারে, সেধরনের দুর্যোগের জন্য হুনানকে আগে থেকেই চিহ্নিত করা হয়। জুলাই মাস জুড়ে এই অঞ্চলে তাপপ্রবাহ ছিল খুব বেশি। যা ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং একটি বিবৃতি দিয়েছেন। যেখানে এমন দুর্যোগ মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন