কোটা আন্দোলনকারীদের ৯ দফা দাবিতে গণমিছিল
গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে গণমিছিল করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ৯ দফা দাবি তুলে ধরেন তারা। মিছিল নিয়ে আন্দরকিল্লা-লালদিঘী-কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে যান আন্দোলনকারীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা মসজিদ থেকে মিছিল শুরু করেন তারা। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকেই স্লোগান দিতে দিতে সড়কে নেমে আসেন তারা।
আন্দোলনকারীরা যখন নিউমার্কেট মোড়ে অবস্থান নেন, তখন বৃষ্টি হচ্ছিল। ওই সময় অনেকে ছাতা নিয়ে, কেউ আবার বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন।
গেলো বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক পোস্টে লেখেন, ‘গণহত্যা ও গণগ্রেপ্তার, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন।’
এএম/