জাতীয়

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সমন্বয়কদের

প্রধানমন্ত্রীর দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩ আগস্ট) নিজেদের ফেসবুক পোস্টে এ একথা জানান আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সমন্বয়ক আসিফ বলেন, সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে তারা রাজি নন।

নাহিদ ইসলাম বলেন, তারা ১৯ জুলাই কারফিউ প্রত্যাখ্যান করে শাটডাউনের অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ বক্তব্য মিডিয়ায় প্রচার করতে না দিয়ে তাকে তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সমঝোতায় বসার জন্য নির্মম অত্যাচার করা হয়।

পরে এ ৬ সমন্বয়ককে ডিবি অফিস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাদের অনশন ও রাজপথের আন্দোলনের জন্য সে পরিকল্পনা সফল হয়নি।

তিনি বলেন, রক্ত ঝড়লে প্রতিরোধ করা হবে। তারা ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান। গণজোয়ার তৈরি হয়েছে কোন রকম দমন পীড়ন ও ষড়যন্ত্র করে আন্দোলন দমানো যাবে না।

সরকারের ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, যখন সময় ছিল তখন ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দীদের সাথে জেলে রেখে তারা কোন সংলাপে যাবেন না।

এসময়ে ‘খুনি’ সরকারের পাশে নিরাপত্তা বাহিনীকে না থেকে জনগনের মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন