ক্রিকেট

চলমান পরিস্থিতি নিয়ে মাহমুদউল্লাহ'র ফেসবুক পোস্ট

দেশে চলমান পরিস্থিতি প্রতিটি মানুষের মনে জায়গা করেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া দাবি এখন বিস্তৃত হয়েছে। শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো জনতার ঢল নামে। যেখানে জনতা সরকারের প্রতি বিভিন্নভাবে অনাস্থা প্রকাশ করেছে।

এমন আন্দোলন যখন চলছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ একটি পোস্ট করেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে তিনি ন্যায়ের পথে থাকার কথা জানিয়েছেন।

দেশের বিভিন্ন অঙ্গনের তারকার সাম্প্রতিক সময়ে প্রতিদিন রাস্তায় নামছেন। তারা নিজেদের কথা বলছেন, প্রতিবাদ করছেন, ছাত্র-জনতা হতাহতের বিচার চাইছেন। দেশের ক্রিকেট অঙ্গন থেকেও ক্রিকেটাররা বিভিন্ন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এই তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে।

এবার ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।‘

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। এরপর সেই আন্দোলন থেকে প্রশাসনিক বাধা ও সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটে পুরো দেশে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন