বিনোদন

অবসরের সিদ্ধান্ত আমিরের! প্রযোজনা সংস্থার দায়িত্বে কে?

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। বহু আগে থেকেই বেছে বেছে কাজ করেন। অভিনয়ের পাশাপাশি খুলেছিলেন নিজের প্রযোজনা সংস্থাও। আমির সত্যিই অবসরে গেলে তাঁর প্রযোজনা সংস্থার কী হবে? তাঁর বড় ছেলে জুনাইদ খান অবশ্য এখন তরুণ অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘মহারাজ’ সিনেমা। সিনেমায় এই স্টারকিডের অভিনয় প্রশংসিত হয়েছে।

পাশাপাশি ক্যারিয়ারের শুরু থেকেই প্রযোজনা সংস্থাতে কাজ করতেন জুনাইদ। যেহেতু ছেলের অভিজ্ঞতা আছে, সেহেতু আমির হয়তো এবার বড় ছেলের হাতে সব বুঝিয়ে দিয়ে অবসরে যাওয়ার কথা ভাবছেন! অনন্ত জুনাইদের কথাতে তো তারই ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণ এই অভিনেতা বলেন, ‘ক্যামেরার পেছনে আমি কাজ করেছি। পিকে ছবির শুটিং সেটে আমি সব সময় ছিলাম। সব বিজ্ঞাপনী ছবিতে আমি সহযোগী পরিচালকের কাজও করেছি। মহারাজ ছবির শুটিং শেষ হওয়ার পরে আমির খান প্রযোজনা সংস্থার একটি ছবির কাজ হচ্ছিল।’

আর তখনই নাকি বেধেছিল বিপত্তি! বাবার প্রযোজনা সংস্থা সামলানোর মতো কেউ ছিলই না সে সময়। তখন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও ব্যস্ত ছিলেন তাঁর সফল সিনেমা লাপাতা লেডিসের শুটিং নিয়ে। অন্যদিকে আমির খানও অবসরের কথা ভাবছিলেন।

জুনাইদ বলেন, ‘বাবা বলেছিলেন, আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন? সেজন্যই প্রযোজনা সংস্থার কাজে হস্তক্ষেপ করি। প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভালো বোঝাপড়াও রয়েছে। চলচ্চিত্র নির্মাণের অন্যতম কঠিন কাজ এটি। জুনাইদের প্রথম সিনেমা মহারাজ হলেও ছেলের অভিনয় নিয়ে বিচলিত ছিলেন না মা রীনা দত্ত ও বাবা আমির খান।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন