জাতীয়

মোড়ে মোড়ে চেকপোস্ট-তল্লাশি-জিজ্ঞাসাবাদ, জনমনে আতঙ্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’  কর্মসূচিকে ঘিরে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এজন্য পুলিশের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীরা আজকের ‘মার্চ টু ঢাকা’ সফল করার জন্য সবাক ঢাকায় আসার আহ্বান জানিয়েছে। এজন্য ঢাকার সবগুলো প্রবেশপথে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কারফিউর কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। যারা বের হচ্ছেন তাদের বিভিন্ন বিষয়ে জেরা করা হচ্ছে রাস্তায়।রাস্তায় পুলিশ সদস্যদের  কিছুক্ষণ পরপর মার্চ করতে দেখা যায়।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, উত্তরায় জাগো নিউজের একাধিক প্রতিবেদক জানান, পুলিশ, র‌্যাব বিজিবি, আনসার সদস্যরা কড়া অবস্থানে রয়েছে।একেবারে শুনসান নীরবতা বিরাজ করছে এই সব এলাকায়।জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জেএইচ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন