জাতীয়

গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরই মধ্যে গণভবনে ঢুকে পড়েছে লাখো ছাত্র- জনতা। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন। এদিকে, রাজপথে আনন্দে মেতে উঠেছে ছাত্র-জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ।

এ সময় এক শ্রেণির মানুষ গণভবন থেকে টেবিলফ্যান, চেয়ার, সোফাসেট, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওভেন, মুরগি ও কবুতর ফ্রিজের মাছসহ বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে। এ ছাড়া যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

এর বাইরে আন্দোলনকারীদের গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতেও দেখা গেছে।

 

 

এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। যাওয়ার আগে শেখ হাসিনাএকটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগও পাননি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন