জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই: যুক্তরাষ্ট্র

ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এরমধ্যে সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বাংলাদেশে। আর বাংলাদেশের নেওয়া এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।‘

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, ‘একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি।‘

বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও কথা বলে দেশটি।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন